কক্সবাজার প্রতিনিধি : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মাঝেরপাড়া বগাচর এলাকায় বন্যহাতির আক্রমনে মো. রিফাত উদ্দিন বাপ্পি (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত বাপ্পি ওই ইউনিয়নের রংমহল আলীবাপেরজুম এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে। শনিবার (৩১ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
এই বিষয়ে ডুলাহাজার ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, শনিবার রাতে বাপ্পিসহ তার অপর তিনবন্ধু ডুলাহাজারা বাজার থেকে আলীবাপেরজুম এলাকায় নিজ বাড়িতে যাওয়ার পথে একই ইউনিয়নের মাঝেরপাড়া বগাচর এলাকায় পৌঁছালে দলছুট বন্যহাতির আক্রমন করে। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারায় বাপ্পি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত বাপ্পির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত