কুষ্টিয়ায় ভ্যানচালক হত্যা মামলায় ৬ আসামির ফাঁসির রায় ঘোষণা

কুষ্টিয়ায় সদর উপজেলার অর্ন্তগত জোতপাড়া গ্রামের রিকশাভ্যান চালক আবু বক্কর সিদ্দিক (৩৩) হত্যা মামলার রায়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুুপুরে ছয় আসামিকে ফাঁসির আদেশ দেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রোসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ১৬৪ ধারায় তিনজন আসামির জবানবন্দী রেকর্ড ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করায় বিচারক ফাঁসির রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১০ জুন রাতে কুষ্টিয়া সদর উপজেলার অর্ন্তগত জোতপাড়া গ্রামের রিকশাভ্যান চালক আবু বক্কর সিদ্দিক (৩৩) নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর পুলিশ উপজেলার কাঞ্চনখালি মাঠ থেকে ওই ব্যক্তির গলা ও পেট কর্তনসহ ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই নুর হক মন্ডল বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১২ সালের ৬ নভেম্বর তদন্তকারী পুলিশ কর্মকর্তা তদন্ত শেষে সাত আসামি যথাক্রমে জামিরুল, রাশিদুল, মাজেদ, সাজাদ, শুকচাঁদ, কালাই ওরফে জলিল মন্ডল ও মনছের আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাত আসামির মধ্যে ছয়জনের প্রত্যেককে ফাঁসি ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন।

রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় পাঁচজন আসামি উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাশিদুল দীর্ঘদিন পলাতক রয়েছে এবং চার্জশীটভুক্ত অপর আসামি জামিরুল মামলা চলাকালীন মৃত্যুবরণ করে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার জোতপাড়া গ্রামের সাজাদ (৩৬) ও রাতুলপাড়া গ্রামের মাজেদ (৩৯), শুকচাঁদ (৩৪), রাশিদুল (২৮), কালাই ওরফে জলিল মন্ডল (৪৯) এবং মনছের আলী (৫৪)।

শেয়ার করুন