
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বুধবার (৪ এপ্রিল) বিকেল পর্যন্ত মেয়র পদে ৩ জনসহ ১৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ৩ জন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বুধবার বিকেল পর্যন্ত যারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ সানা উল্যাহ, বিএনপি পরিচয়ে সাবেক কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা শওকত হোসেন সরকার এবং ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ ফজলুর রহমান।
উল্লেখ, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ৩১ মার্চ। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল এবং ১৫ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত