গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হাসান উদ্দিন সরকারের পক্ষে গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বশির উদ্দিন এ মনোনয়নপত্র উত্তোলন করেন।
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মঙ্গলবার থেকে বিভিন্ন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ সময় ১২ এপ্রিল। যাচাই-বাছাই হবে ১৫-১৬ এপ্রিল এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।
আগামী ২৪ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর ১৫ মে অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত