চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুলছাত্র হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

ছয় বছর আগে রাঙ্গুনিয়া উপজেলায় মো. আজম নামে অষ্টম শ্রেণীর ছাত্রকে অপহরণ ও হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন। দণ্ডিতারা হল- রাজীব রায় রাজু, আবদুস সালাম ও বিজয় ভট্টাচার্য। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রাজীব ছাড়া বাকিরা পলাতক। অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত রেজাউল ইসলাম খোকন নামের অপর একজনকে বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ আগস্ট রাঙ্গুনিয়ার রোয়াজারহাট এলাকা থেকে আজমকে অপহরণ করা হয়। এরপর তার মা আসমা আক্তারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৭ আগস্ট আসমা আক্তার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

এক মাস পর ১২ সেপ্টেম্বর পোমরা গ্রামের আসামি বিজয় ভট্টাচার্যের বাড়ি থেকে আজমের মরদেহ উদ্ধার করা হয়। এ মামলায় গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। ২০১৩ সালের ২৬ মে পুলিশ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৪ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করেন।

শেয়ার করুন