খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সেনানিবাস চেঙ্গী গলফ এন্ড কান্ট্রি ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে ফোর প্রেসিডেন্ট গলফ কাপ টুর্নামেন্ট।
শুক্রবার (৬ এপ্রিল) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার পিএসসি।
এসময়, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল এএফ জগলুল আহমেদ পিএসসি, খাগড়াছড়ি ডিজিএফআই’র অধিনায়ক কর্নেল মোঃ মাহবুবুর রহমান সিদ্দিকীসহ সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে খাগড়াছড়ি চেঙ্গী গলফ এন্ড কান্ট্রি ক্লাব, ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব ও শাহীন গলফ ক্লাবের ৬৩ গলফার অংশগ্রহন করেছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত