এডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব
টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০১৮ এর বর্ণাঢ্য উদ্বোধন

টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০১৮ এর বর্ণাঢ্য উদ্বোধন

চট্টগ্রাম : দক্ষিণ এশিয়ায় প্রথম বারের মতো এডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল সাউথ এশিয়ান ক্লাব টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০১৮ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিজেকেএস জিমন্যাশিয়ামে এডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্ট এর আয়োজনে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ-২০১৮ উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) জনাব হেলাল মোরশেদ খান, বীর বীক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার মুনির হাসান ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাউজদ্দিন মো: আলমগীর। এডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং সিজেকেএস টেবিল টেনিস কমিটির সম্পাদক ও চ্যাম্পিয়নশীপের আহবায়ক মো: মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সিজেকেএস নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দিন হাসান, সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কমান্ডার শাহাব উদ্দিন, এডভোকেট গোলাম মোস্তফা মেমোরিয়াল ট্রাস্টের সেক্রেটারী মো: আজম চৌধুরী, বাংলাদেশের পাললিক গ্রুপের দলীয় ম্যানেজার পাপ্পু, ভারতের বেঙ্গল ক্লাবের দলীয় ম্যানেজার সুব্রত রায়, ভুটানের থিম্পু টিটি ক্লাবের দলীয় ম্যানেজার কারমো চিং, নেপালের হুয়াই টিটি ক্লাবের দলীয় ম্যানেজার গনেন্দ্র শ্রেষ্ঠ, মালদ্বীপের মলদোভিয়ান টিটি ক্লাবের দলীয় ম্যানেজার শিওরি, শ্রীলংকার সাউদার্ন টিটি ক্লাবের দলীয় ম্যানেজার তুষার শুম্পথ। সাউথ এশিয়ার এই ৬টি দেশের শীর্ষস্থানীয় ক্লাব দলের অংশগ্রহণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত পর্যন্ত এ চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে।

এ চ্যাম্পিয়নশীপে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছেন: কারিকা, আইসক্রীম পার্টনার- ইগলু, বেভারেজ পার্টনার- প্রাণ ফ্রুটো, ট্র্যাভেল পার্টনার- রিজেন্সী এয়ারওয়েজ, হেলথ পার্টনার- ন্যাশনাল হাসপাতাল প্রা: (লি:), ইভেন্ট পার্টনার- চিটাগং ইভেন্টস্। কো-পার্টনার: ডিসাইন, ফিনলে প্রপার্টিজ, সিপিডিএল, বি এম এলপি গ্যাস, রবি, সাদার্ন ইউনিভার্সিটি, প্রাইম এসেট লি: এবং মার্ক। মিডিয়া পার্টনার: জিটিভি, কালের কণ্ঠ, দি ডেইলি স্টার, রেডিও টুডে, বাংলা নিউজ, দৈনিক পূর্বকোণ এবং সি-প্লাস।

শেয়ার করুন