নগরীর চকবাজার থানার কাপাসগোলায় মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ওষুধের দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।
কাপাসগোলার মকবুল সওদাগর লেইনে আবুল কাশেমের মালিকানাধীন ছয়তলা ভবনের নিচতলায় থাকা একটি ওষুধের দোকানে আগুন লাগে। এতে দোকানে থাকা ওষুধ, কাগজপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত