চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নির্বাচন কমিশন

*১৫ ফেব্রুয়ারি শপথ নিয়ে দায়িত্ব নেবে নতুন ইসি *আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে নতুন ইসি :বিদায়ী সিইসি

ঢাকা : বিদায়ী কমিশনের প্রধান কাজী রকিবউদ্দীন আহমদ ও তিন নির্বাচন কমিশনারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে বুধবার (৮ ফেব্রুয়ারি)। আরেকজন নির্বাচন কমিশনার ১৪ ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ করবেন। স্বাধীনতার পর ইসির নিজস্ব ভবনে ১৫ ফেব্রুয়ারি বিকালেই যাত্রা শুরু হবে নতুন কমিশনের। ভোট ব্যবস্থার উপর জনগনের আস্থা ফেরাতে কঠিন চ্যালেঞ্জে পড়েছে নতুন নির্বাচন কমিশন (ইসি)। যেকারণে আস্থা ফিরিয়ে আনার মূল কারিগরের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন এই কমিশনের।

এই চ্যালেঞ্জের বিষয়ে কে এম নুরুল হুদা বলেছেন, আগামী নির্বাচন রাজনৈতিক সরকারের অধীন হলেও যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নতুন ইসি। যে কোন নির্বাচনে কোন দল বা দলীয় নির্দেশনার কাছে মাথা নত করবে না কমিশন। সাংবিধানিক এই দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পালনে তারা অঙ্গীকারবদ্ধ।

নতুন ইসির উদ্দেশ্যে বিদায়ী প্রধান নির্বাচন (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, এটা সাংবিধানিক দায়িত্ব, দেশের দায়িত্ব ও রাষ্ট্রের দায়িত্ব। আমি আশা করছি আন্তরিকতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করবে নতুন ইসি।

নির্বাচন বিশ্লেষকদের মতে, সর্বশেষ তিনবছর দেশের নির্বাচনী ব্যবস্থাপনার উপর জনগনের এক ধরণের অনাস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাজী রকিব কমিশনের বিরুদ্ধে নির্বাচন ব্যবস্থাপনা নষ্ট, নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগনের আস্থার সংকট সৃষ্টির পাশাপাশি সংবিধানিক ক্ষমতা প্রয়োগ না করার অভিযোগ রয়েছে। রকিবউদ্দীন কমিশনের অধীনে হওয়া বিভিন্ন নির্বাচনে গোলযোগ-সহিংসতার পাশাপাশি অনিয়মের অভিযোগ ওঠে। শুধু ইউপি নির্বাচনেই শতাধিক ব্যক্তির প্রাণহানি হয়। আলোচনা-সমালোচনা মধ্যে ৮ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে রকিব কমিশনের।

এই পরিস্থিতিতে গত সোমবার রাতে কেএম নুরুল হুদার নেতৃত্বে নিয়োগপ্রাপ্ত পাঁচ সদস্যের কমিশনকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চ্যালেঞ্জ হল কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা ফেরানো এবং ২০১৯ সালের শুরুতে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা। একইসঙ্গে ক্ষমতাসীন দলের প্রভাব কাটিয়ে সহিংসতামুক্ত সুষ্ঠু নির্বাচন আয়োজন, জাতীয় পরিচয়পত্র সেবা বিকেন্দ্রীকরণ, স্মার্টকার্ড বিতরণ ও ইভিএম ফিরিয়ে আনার ক্ষেত্রে নতুন কমিশনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

নতুন ইসির শপথ ১৫ ফেব্রুয়ারি

প্রধান নির্বাচন কমিশনারসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি এস কে সিনহা ওই দিন বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারকে শপথ পড়াবেন।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন এই কমিশনে সদস্য হিসেবে আছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত্ হোসেন চৌধুরী।

শেয়ার করুন