
চট্টগ্রাম: নগরীর চকবাজার থানার ঘাসিয়াপাড়া এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে ১৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ এপ্রিল) দিনগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা, নন্দনকানন ও কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ৬টি পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। রাত ৩টা ২০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আগুনে আবু তৈয়বের আটটি এবং শামসুল আলমের দোতলার সাতটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত