সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার বাদাঘাট রহমানিয়া আওয়ামী দাখিল মাদ্রাসায় ব্যাপক অনিয়মের অভিযোগে প্রধান সুপারকে বরখাস্থ করেছে মাদ্রাসা কতৃপক্ষ। বরখাস্তকৃত মাদ্রাসা সুপারের নাম মোঃ মহিউদ্দিন (এনডেক্স নং ০২৫৪৩৭)।
মাদ্রাসা সূত্রে জানা যায়, মাদ্রাসার আর্থিক অনিয়ম, মাদ্রাসায় বিনা অনুমতিতে অনুপস্থিত, বিভিন্ন সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন কারনে গত ১২ ফেব্রুয়ারি তাকে সাময়িক বহিষ্কার করা হয়। এরপর বার বার নোটিশ দেওয়া হলেও তিনি কোন সারা দেন নি। এর ফলে মাদ্রাসা কতৃপক্ষ গত ৯ এপ্রিল পূর্নাঙ্গভাবে তাকে বরখাস্থ করে।
মাদ্রাসা ও একাধিক সূত্রে আরো জানা যায়, মাদ্রাসা সুপার মোঃ মহিউদ্দিন ২০১৪ সালের ৯ এপ্রিল পোষ্টাল অর্ডারের ২৪০০ টাকা নিজে ভোগ করেন। শিক্ষকদের টিউশন ফি ২লাখ ১৮হাজার ৮৪টাকা উত্তোলন করলেও তিনি শিক্ষকদের মাঝে বিতরন করেন নি। মাদ্রাসার এফডিআরের-গত ২০০৪ সালের ১১৫১৫টাকা, ২০০৮ সালের ৪ ফেব্রুয়ারি ১১৬১৩টাকা, ২০১৪ সালের ১৯ মার্চ ৪৯৪৩৯টাকা, ২০১৬ সালের ১৩ এপ্রিল ১৭৭৩২টাকা মাদ্রাসার নামে বাদাঘাট কৃষি ব্যাংক শাখার একাউন্ট নাম্বার থেকে কমিটির রেজুলেশন ছাড়া উত্তোলন করে নিজেই ভোগ করেন।
এই বিষয়ে কর্মরত শিক্ষকগন ২০১৭ সালের ৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়াও তিনি প্রতি মাসে বিভিন্ন বিল সভাপতির স্বাক্ষর ছাড়াই ব্যাংকে জমা দিয়ে টাকা উত্তোলন করেন। সুপার মহিউদ্দিনের গাফিলতির কারনে ২০১৬ইং সালের জুলাই থেকে ডিসেম্ভর পর্যন্ত মেধাবৃত্তির ৮৩হাজার টাকা এখনও পায় নি ৩৫ শিক্ষার্থীরা।
এই বিষয়ে শিক্ষার্থীরা ২০১৭ সালের ১৫ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। দাখিল মাদ্রায় পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারীত পরীক্ষার ফি না নিয়ে ২৫’শ টাকা অধিক নিয়েছেন। যা পরিবর্তিতে শিক্ষার্থীদের চাপে পড়ে দেন। এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপের জন ১হাজার টাকা দিতে বাধ্য করেন।
আরো জানা যায়, মাদ্রাসায় ৬-১০শ্রেনীর পর্যন্ত ৫৮০শিক্ষার্থী আছে। প্রত্যেকের কাছ থেকে প্রতি বছর সেশন ও ভর্তি ফি বাবদ ৫’শ টাকার অধিক হারে নিলেও শিক্ষার্থীদেরকে রশিদ ছাড়াই নিজেই টাকা জমা নেন। যা পরে স্কুল ফান্ডে জমা দেন না। কোন কোন শিক্ষার্থী ৫ম শ্রেনী পাশ না করলেও ৮ম শ্রেনীতে ভর্তি করেন ও অষ্টম শ্রেনী পাস সাটিফির্কেট দিচ্ছেন অর্থের বিনিময়ে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রাখাব উদ্দিন বলেন, অনেক অভিভাবকসহ শিক্ষকগন আমাকে সুপার সাহেবের বিভিন্ন অনিয়মের বিষয়ে অবহিত করেছেন। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং নোটিশ দেওয়া হয় তাকে। এরপরও তিনি মাদ্রাসায় আসেন নি। তাই মাদাসা কতৃপক্ষ নিয়ম অনুযায়ী ৬০দিন পর পূর্নাঙ্গভাবে বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে কার্যকর করেন।