কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন ঢাবি ভিসির

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক দাবি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন- এর আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।

বুধবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে নিজ কার্যলয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপাচার্য এই সমর্থন জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ সমর্থন রয়েছে। কোটা সংস্কারের খুবই প্রয়োজন আছে। আমরা সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, যুগের প্রয়োজন কোটা সংস্কারের দরকার আছে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবিকে সদয় বিবেচনায় না নিলে মানুষের দুর্ভোগ বাড়বে। এ বিষয়টির দ্রুত সুরাহা করলেন স্বস্তি আসবে।

তিনি আরও বলেন, জনগণের মধ্যে একটা বিভ্রান্তি থাকতে পারে- শিক্ষার্থীরা একদিকে আমরা অন্যদিকে। আমরা সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে আছি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে থেকেছে। শিক্ষার্থীরা কোটাবিরোধী নয়, তারা সংস্কার চায়, আমি সরকারকে এটা স্পষ্ট করেছি।

শেয়ার করুন