র‌্যাবের অভিযান
ভুয়া প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে ছাত্র আটক রামুতে

শামীম ইকবাল চৌধুরী (নাইক্ষ্যংছড়ি) : রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য সন্দেহে কক্সবাজার পলিটেকনিক্যাল কলেজের ছাত্র মোঃ সাদ্দাম হোসেন (১৮)কে আটক করেছে কক্সবাজার র‌্যাব ৭ ও ডিবি পুলিশ। আটক ছাত্র ইউনিয়নের পশ্চিম তিতার পাড়া গ্রামের বাদশা মিয়া মিস্ত্রীর ছেলে।

বুধবার (১১ এপ্রিল) গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন সংবাদিকদের জানিয়েছেন, সে এইচএসসি পরীক্ষার ভুঁয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য। তবে এ সংবাদ লেখা পর্যন্ত আটক সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাব সূত্রে জানা যায়।

এদিকে তার পরিবারের দাবী, সে কোন দিন কোন খারাপ কাজে জড়িত ছিল না।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে তার মা খুর্শিদা বেগম এ প্রতিবেদককে বলেন, ফেইসবুকে অনেক ভুয়া প্রশ্ন দেয়, কিন্তু আমার ছেলে এসব কাজে জড়িত আছে বলে আমি মনে করিনা।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন, কক্সবাজার ডিবি পুলিশের এ এসপি মোঃ শাহ আলম।

শেয়ার করুন