এবার বেলজিয়ামের খরগোশ আমদানি সাফারি পার্কে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বাঘ, সিংহ, ভালুক ও অজগরের খাবারের চাহিদা মেটাতে বেলজিয়াম থেকে খরগোশ আমদানি করা হয়েছে।

ফ্লেমিস জায়ান্ট জাতের খরগোশগুলো বছরে ৮-১০ বার বাচ্চা প্রসব করে। দেশের কোন পার্কে এটাই প্রথম।

পার্কের পরিচালক শামসুল আজম জানান, প্রতি শুক্রবার বাঘ, সিংহ, ভালুক ও অজগরকে খরগোশ খেতে দেওয়া হয়। এদের খাবারের জন্য ৩০-৪০টি খরগোশের প্রয়োজন হয়।

এ ছাড়া পার্কের নিজস্ব পরিবেশে বেলজিয়াম থেকে আনা খরগোশ লালন-পালন করে প্রতি মাসে তিন-চার লাখ টাকা সাশ্রয় করা সম্ভব।

ওয়াইল্ডলাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন জানান, প্রাপ্তবয়স্ক বাঘ, সিংহ, ভালুক ও অজগরকে দুই-তিন কেজি ওজনের জ্যান্ত খরগোশ খেতে দেওয়া হয়। আর অপ্রাপ্তবয়স্কদের দেওয়া হয় আধা কেজি ও এক কেজি।

তিনি আরও জানান, বর্তমানে পার্কে ২৪টি সিংহ, ১৪টি ভালুক, নয়টি বাঘ ও নয়টি অজগর সাপ রয়েছে।