পোস্টিং নিয়ে যদি নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত বেতন বন্ধ করে দেওয়া।

চট্টগ্রাম : সারা দেশে হাসপাতালগুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সংকট রয়েছে। তাই ৪০ হাজার কর্মচারী নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগির চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে সংসদে পাস হয়েছে, আইনও হয়ে গেছে। উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই উপাচার্য নিয়োগ হয়ে যাবে। ফৌজদারহাটেই মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণকাজ শুরু হবে।
চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বুধবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থসেবার মানোন্নয়ন বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএসটিসির সহস্রাধিক শিক্ষার্থীদের বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশনের বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দীন দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, কাল (বৃহস্পতিবার) এ বিষয়ে সভা হবে। সভায় যে সিদ্ধান্ত হয় সেটি মানতে হবে।
স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্যের সূত্র ধরে মন্ত্রী বলেন, দুর্গম এলাকায় নির্ধারিত সময় কাজ শেষে ডাক্তারদের ভালো জায়গায় বদলির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তবে পোস্টিং নিয়ে যদি নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করেন তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উচিত বেতন বন্ধ করে দেওয়া।
মন্ত্রী সরকারের শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যুহার কমানো, পোলিও-ধনুষ্টংকার নির্মূলসহ বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি চট্টগ্রামকে ‘বাণিজ্যিক রাজধানী’ উল্লেখ করে বলেন, ঢাকায় অত্যাধুনিক শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হচ্ছে। চট্টগ্রামে ক্যানসারের জন্য বড় একটি প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে হাসপাতালগুলোর মান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানান।
স্বাস্থ্য সচিব বলেন, বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনদের অনেক ক্ষমতা দিয়েছি আমরা। যাতে দ্রুততম সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমরা দেখেছি ৭৩টি উপজেলায় চারজনের কম ডাক্তার আছেন, তিনটি উপজেলায় একজন করে ডাক্তার আছেন। ডাক্তাররা তো মানুষ। একজন ডাক্তার কীভাবে একটি পুরো উপজেলার রোগীদের সামলাবেন। তারপরও হাসপাতালের যন্ত্রপাতি, ওষুধ, পথ্যের চেয়ে ডাক্তার গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম নগরীর একজন নাগরিক যে অধিকার ভোগ করেন থানচি উপজেলার একজন নাগরিকের সমান অধিকার পাওয়ার দাবি রাখে।
ডা. আলাউদ্দিন মজুমদার তিন বছর কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, চট্টগ্রামে মানসম্পন্ন স্বাস্থসেবা নেই। বৃহত্তর চট্টগ্রামে এক কোটি লোকের বাস। এখানে দেশের প্রধান সমুদ্রবন্দর। অনেক দুর্ঘটনা ঘটে। কিন্তু ট্রমা সেন্টার নেই। বিশেষায়িত শিশু হাসপাতাল, কিডনি হাসপাতাল, হার্ট হসপিটাল, মানসিক হাসপাতাল, ক্যানসার হাসপাতাল চান চট্টগ্রামবাসী। বর্তমানে নগরীতে ৬০ লাখ মানুষের বাস। আগামী দিনে কর্ণফুলী নদীর তলদেশে টানেল হবে। মেগাসিটি হবে। অনেক স্পেশাল ইকোনমিক জোন হবে। তাই স্বাস্থ্য খাতে মেগাপ্ল্যান্ট হাতে নিতে হবে। নয়তো এ জনপদের স্বাস্থ্যসেবা ভেঙে পড়বে।
চমেক হাসপাতালের পরিচালক বি. জেনারেল (অব.) জালাল উদ্দিন বলেন, ১৩শ শয্যার হাসপাতালে দৈনিক আড়াই হাজারের বেশি রোগী থাকছে। মাত্র ১০টি আইসিইউ বেড আছে। অথচ ৩০ জনের চাহিদা। এটি আমার কাছে সবচেয়ে বেদনাদায়ক। আইসিইউ বেডের অনুরোধ জানিয়ে পেতে পেতে রোগী মারা যায়। চারজন এনেসথলিস্ট দিলে আমরা নিজস্ব উদ্যোগে আইসিইউ ওয়ার্ড চালাতে পারব। তিনি নষ্ট সিটি স্ক্যান মেশিনের স্থলে নতুন একটি সিটি স্ক্যান মেশিন বরাদ্দ দেওয়ার অনুরোধ জানান।
অন্য স্বাস্থ্য কর্মকর্তারা জরাজীর্ণ ভবন সংস্কার, নতুন ভবন নির্মাণ, অ্যাম্বুল্যান্স ও চালক সংকট, কর্মচারী সংকটসহ বিভিন্ন সমস্যা মন্ত্রী ও সচিবের সামনে তুলে ধরেন।