
চট্টগ্রাম : কোর্ট হাজিরাশেষে কোর্ট চত্বরে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এদেশের মানুষ ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল দেশের মানুষের স্বাধীনতা, গণতন্ত্র, মানবিক মর্যাদা, প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেই বাকস্বাধীনতা, মানবিক মর্যাদা, গণতন্ত্র বলতে কিছুই নেই। স্বাধীন বাংলাদেশের সাংবিধান থাকলেও সাংবিধানিক দায়বদ্ধতা নেই এই সরকারের কাছে। মানুষের ন্যায়বিচারের শেষ আশ্রয়স্থল আদালত হলেও কেউ ন্যায়বিচার পাচ্ছে না। ন্যায়বিচার আজ ভূলুণ্ঠিত। বিএনপি চেয়ারপার্সন, দেশমাতা, গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার পরও উচ্চ মহলের নির্দেশে জামিন স্থগিত করা হয়েছে।
বুধবার (১৮ এপ্রিল) দুপুরে গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোতয়ালী থানার দুটি মামলায় হাজিরাশেষে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ডা.শাহাদাত আরো বলেন, বিনা ভোটে নির্বাচিত হয়ে এই অবৈধ সরকার ক্ষমতাকে জবর-দখল করে রেখেছে। বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মা, দেশমাতা, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে আওয়ামী লীগ সরকার, সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন, দেশমাতা, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে এদেশের জনগণ কোন নির্বাচন মেনে নিবে না।
এ সময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মফিজুল হক ভূঁইয়া, অ্যাডভোকেট, সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট নেজাম উদ্দিন অ্যাডভোকেট আব্দুল মান্নান, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট মসকুরা বেগম মেরী, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ প্রমূখ।