চট্টগ্রাম : এক সপ্তাহ ধরে রহস্যজনক নিখোঁজ আছেন মনিকা রাধা। তিনি চট্টগ্রামের একজন সিনিয়র সাংবাদিকের স্ত্রী। মনিকা রাধা ৯০ দশকে ছাত্র ইউনিয়নে সাংস্কৃতিক ইউনিয়নেরর সদস্য ছিলেন এবং সাংস্কৃতিক স্কোয়ার্ডের সংগঠক।
গত ১২ এপ্রিল দুপুরে লালখান বাজার বাসা থেকে বের হন গানের টিউশনি করতে। কিন্তু এক সাপ্তাহেও ঘরে ফিরেননি তিনি। ওই দিন দুপুর ২টা ১৫মিনিটে তাঁর অবস্থান ছিল ওয়াসা মোড় এলাকায়। ২টা ৪০ মিনিটে অবস্থান ছিল কর্ণেল হাট এলাকায়। এর পর থেকে তিনি নিখোঁজ আছেন। এবিষয়ে খুলশী থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৬২২।
খুলশী থানা পুলিশ বলছে, মনিকার খোঁজে তারা কাজ করছেন। তবে তারা তার সর্বশেষ অবস্থান নির্ণয় করতে পারেননি।
সাধারণ মানুষের প্রশ্ন, একজন সাংবাদিকদের স্ত্রী নিখোঁজের পেছনে কি ভিন্ন কোন রহস্য আছে?