
চট্টগ্রাম : বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে পেটানো কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতে আবারো নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি-কাণ্ড সোসাল মিডিয়াজুড়ে তোলপাড়। ইতিমধ্যে ভিডিওটি ভাইরাল। সমালোচনার ঝড় বইছে। ভিডিওতে দেখা যায় রনি এবার নির্যাতন করছেন চট্টগ্রামের এক কোচিং ব্যবসায়ীকে। ওই ব্যবসায়ীর অভিযোগ ২০ লাখ টাকা চাঁদার দাবীতে তাকে এমন নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার ব্যবসায়ী একটি কানের শ্রবণশক্তি হারিয়েছেন। এ বিষয়ে পাঁচলাইশ থানায় অভিযোগ করেছেন তিনি।

নগরীর জিইসি মোড় এলাকার ইউনিএইড কোচিং সেন্টারের অফিস কক্ষের প্রায় ৬ মিনিটের এই সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ইউনিএইড কোচিং সেন্টারের মালিক রাশেদ মিয়াকে আঙ্গুল তুলে শাসাচ্ছেন রনি। এরপর টেবিল চাপরাচ্ছেন নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।
রনি এক পর্যায়ে রাশেদের গালে থাপ্পড় মারতে দেখা যায়। পরে চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করে বারবার রাশেদের গালে থাপ্পড়াতে থাকেন রনি। এর মধ্যে মাঝে মাঝে চলতে থাকে তার শাসন। এভাবে প্রায় আড়াই মিনিট চলার পর রুম ছেড়ে বেরিয়ে যায় রনি। কয়েক মুহুর্ত পরেই আবারো ফিরে এসে আবারো তর্কে জড়ায় রণি। পরে দীর্ঘ সময় কারো সঙ্গে ফোনালাপে ব্যস্ত থাকতে দেখা যায়। পুরো ঘটনায় নির্যাতনের শিকার রাশেদ করোজোরে মিনতি করতে দেখা যায়।
পুরো ভিডিওটি সোসাল মিডিয়াজুড়ে তোলপাড় চলছে। এতে বিরূপ ধারনা সৃষ্টি হচ্ছে জনমনে। কেউ কেউ বলছেন দেশের গৌরবময় ছাত্র সংগঠন ছাত্রলীগ রনি-কান্ডে কলঙ্কিত!