[caption id="attachment_22914" align="aligncenter" width="770"]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর কেসিদে রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : নয়াবাংলা[/caption]
চট্টগ্রাম : নগরীর আন্দরকিল্লা সড়ক ও কেসিদে রোডের ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকানপাট সহ ৩০ টির মত অবৈধ স্থাপনা অপসারণ করেছে চসিক ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস নেতৃত্ব দেন।
অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করে কুরিয়ার সার্ভিসের মালামাল স্তুপ করে রাখার অপরাধে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল সংলগ্ন জননী কুরিয়ার সার্ভিসকে ১০ হাজার টাকা, কেসিদে রোডে আরিফ ফুডকে ৫ হাজার টাকা ও পপুলার অপটিকসকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত