নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, রামগড় স্থল বন্দরের মৈত্রী সেতু বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি দুই দেশের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হবে। এই স্থল বন্দর নির্মাণের পর পাহাড়ে অর্থনীতির চিত্র পাল্টে যাবে। চাকরী, ব্যবসাসহ সামগ্রীকভাবে উপকৃত হবে এ জেলার মানুষ।
শনিবার (২১ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলার রামগড়-ভারত মৈত্রী সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, রামগড়ের ফেনী নদীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত স্থল বন্দরের কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। ভারত সরকারের অর্থায়নে নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজ শুরু হবে বলেও জানান। পার্বত্যাঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই জেলার মানুষের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় করতে সকলে মিলেমিশে কাজ করার আহবান জানান তিনি।
এসময় ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান ও স্থল বন্দরের চেয়ারম্যানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে রামগড় লেক পাড়ে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসমাবেশে উপস্থিত থেকে খাগড়াছড়ি তৃতীয় সংগীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার অডিশন রাউন্ডের উদ্বোধন ঘোষনা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত