মালদ্বীপ পুলিশের ৮ কর্মকর্তাকে ৩০ দিনের গৃহবন্দী সাজা

জুয়েল খন্দকার : মালদ্বীপে ৮ প্রাক্তন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ৩০ দিনের জন্য গৃহবন্দী সাজা মঞ্জুর করেছে দেশটির ভ্রাম্যমাণ ফৌজদারি আদালত। সাজার মেয়াদশেষে আবারো তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানায় মালদ্বীপের ভ্রাম্যমাণ আদালত। গ্রেফতারের পর মালদ্বীপ পুলিশ সার্ভিস তাদেরকে চাকরী থেকে বরখাস্ত করে।

গ্রেফতার আট কর্মকর্তা হলেন সোয়াট ইউনিটের প্রাক্তন কমান্ডার সাইফ হোসাইন,ফয়জ মোহাম্মদ, সাবেক স্টেশন ইন্সপেক্টর, আহমেদ আসিম, প্রাক্তন সার্জেন্ট, আলী রিশওয়ান, প্রাক্তন সার্জেন্ট, আব্দুল্লাহ রিয়াজ, প্রাক্তন সার্জেন্ট, আলী নাসির, সাবেক করপোরেল, মোহাম্মদ শামিন, সাবেক কর্পোরাল, হাসান নাসির, সাবেক কর্পোরাল।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী মালদ্বীপ সরকারকে উৎখাত করার চেষ্টা চালিয়েছিল বিরোধীদল। উৎখাত চেষ্টার সমাবেশ থেকে ওই সরকারী ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করে।

শেয়ার করুন