চট্টগ্রাম : বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের হাটহাজারীর বাড়ি থেকে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) প্রতিষ্ঠানটির ভিজিল্যান্স টিম এক অভিযানে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
কেজিডিসিএল উপ মহা-ব্যবস্থাপক আমিনুর রহমান জানান, সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নামে চারটি চুলার অনুমোদন আছে। কিন্তু ওই বাড়িতে পাঁচটি চুলা জ্বালানো হচ্ছে। আরও চারটি চুলার লাইন তৈরি করা ছিল। এই কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।