চট্টগ্রাম : আনোয়ার উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে অনুষ্ঠান করতে পারেননি সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান। বিরোধীয় অপর পক্ষে যারা কর্মসূচি দিয়েছেন তারা ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারী বলে জানিয়েছে এলাকাবাসী। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পরে।
শুক্রবার (২৭ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
ওয়াসিকা আয়েশা খান এমপি জানান, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বের হওয়ার আগমুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে জানান দুই পক্ষের উত্তেজনার কারণে কোনো পক্ষকেই অনুষ্ঠান করতে দেওয়া হবে না।
তিনি বলেন, স্থানীয় লোকজন বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমাকে অতিথি করে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছিলেন। এটাই হচ্ছে বাস্তবতা। কারা কেন পাল্টা কর্মসূচি দিল তা আমার বোধগম্য নয়। আমি তো সরকারের উন্নয়ন কর্মকাণ্ডই মানুষের সামনে তুলে ধরতে চেয়েছিলাম।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কোনো পক্ষকেই অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। বৈশাখী আয়োজন ও ধর্মীয় আয়োজন একসঙ্গে হওয়ায় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মৌখিকভাবে দুই পক্ষকে অনুষ্ঠান না করতে বলা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়নি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত