চট্টগ্রামের ডিসি রোডে গুলিতে নিহতের ঘটনায় মামলা

চট্টগ্রাম : নগরের চকবাজার থানার ডিসি রোড এলাকায় ক্যাবল টিভির (ডিস) ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলেতে নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৭ এপ্রিল) মধ্যরাতে নিহত মো. ফরিদুল ইসলামের স্ত্রী বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে চকবাজার থানায় এ মামলা দায়ের করেন ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই মো. আরিফ হোসেন জানান, ডিসি রোডে খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। এখনো কোনো আসামী গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে শুক্রবার (২৭ এপ্রিল) বিকেল তিনটার দিকে নগরের ডিসি রোডে ক্যাবল টিভির (ডিস) ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. ফরিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন।

স্থানীয় লোকজন ও পুলিশসূত্র জানায়, ডিসি রোডের গনি কলোনি এলাকার কেসিটিএন ক্যাবল নেটওয়ার্কের ৮ শতাধিক গ্রাহকের লাইন জোর করে কেটে দেওয়ার ঘটনায় সকাল থেকে বাদশা গ্রুপ ও ফয়সাল গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফরিদুল গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

শেয়ার করুন