রাজধানীর কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ এপ্রিল) সকালে দিল্লির মাওলানা সাদপন্থী ও সাদবিরোধীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এডিসি এইচ এম আজিমুল হক জানান, বিশ্ব ইজতেমার আগে থেকেই বিভিন্ন বিষয়ে নিয়ে মতবিরোধ চলে আসছিল তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে।
বিশ্ব ইজতেমার সময় তাবলিগ জামাতের দিল্লির মারকাজের মুরব্বি মাওলানা সাদকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংকট আরও ঘনীভূত হয়। সাদের বক্তব্য নিয়ে দুই পক্ষ অন্তত চার বার সংঘর্ষে জড়িয়েছে।
বৃহস্পতিবার থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার সকালে ফের কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেয় সাদবিরোধীরা। এসময় সাদপন্থীদের বিরুদ্ধে তারা স্লোগান দিতে থাকে। সাদপন্থী এক অনুসারীকে মারধর করে অপর পক্ষ। পরে পুলিশ দুই পক্ষকেই কাকরাইল মসজিদ থেকে বের করে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাকরাইল মসজিদ ও আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত