বেগম জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে যুবদলের বিক্ষোভ

দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা মূল সড়কে উঠতে চাইলে কার্যালয়ের সামনের গেইটে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধার মুখে সেখানে সমাবেশ করে নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদল নেতা নাসির শিকদার প্রমুখ।

বক্তারা, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখে বিএনপিকে নির্বাচন হতে দূরে রাখার ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে উল্লে­খ করে বেগম জিয়ার প্রকৃত চিকিৎসার জন্য ব্যক্তিগত চিকিৎসক দিয়ে স্বাস্থ্য সেবা দেয়ার দাবি জানান।

এসময়, জেলা বিএপির সহ-সভাপতি কংচাইরি মাষ্টার, মোঃ বেলাল হোসেন, মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার, পৌর বিএনপির সাধারন সম্পাদক (ভাঃ) জহির আহমেদ, জেলা যুবদল নেতা কমল বিকাশ ত্রিপুরা, ওয়াহিদুর রহমান ওয়াসিম, আমির খান, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলেরর মোঃ সাহেদ হোসেন সুমন, মোঃ জাহিদুল আলমসহ অঙ্গ সংগঠেনর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।