আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করতে সরকার ও নতুন নির্বাচন কমিশনকে চাপের মুখে রাখতে চায় তারা। তবে দশম সংসদ নির্বাচন বর্জনের মতো আর ‘ভুল’ করতে রাজি নয় বিএনপি। নবগঠিত নির্বাচন কমিশনকে সরাসরি প্রত্যাখ্যান করেনি দলটি। দলের শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে এ কৌশল নিয়েছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তারা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় ইতিবাচক রাজনীতি করছেন।
অতীতেও দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করেছে, এখনও করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন নিয়ে তারা ২০ দলীয় জোটের পক্ষ থেকে অবস্থান তুলে ধরেছেন। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার পদে একজন বিতর্কিত ব্যক্তির পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ওই নেতা।
নতুন কমিশনের অধীনে বিএনপি আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত কি-না জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি মির্জা ফখরুল। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন-‘নির্বাচন প্রত্যাখ্যান করার প্রশ্ন তো এখন আসছে না। নির্বাচন যখন সামনে আসবে, তখনকার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’