নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে হাবিবুর রহমান (৩২) নামের এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার শীলমান্দী এলাকা থেকে হাবিবের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাবিবুর রহমান পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়ার ওসমান মিয়ার ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, তিনি গতকাল শনিবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু অন্যান্য দিনের মতো রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। আজ সকালে শীলমান্দী এলাকার বৈশাখী মিলের পাশে তাঁর গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নরসিংদী সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, নিহত চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। ফলে ঘটনাটি ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পরিকল্পিত তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত