চলতি বছর ঝড়-বৃষ্টি বজ্রপাতের আশংকা বেশি। রোববার (২৯ এপ্রিল) সারাদেশে বজ্রপাতে অন্তত ১৫জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ২০জন।
রাঙ্গামাটি : বাঘাইছড়ি উপজেলায় বজ্রপাতে মনছুরা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মনছুরা বেগম বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানা পুলিশের (ওসি) আমির হোসেন।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে আব্দুর রহিম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামের তাজুল ইসলামের ধানের জমিতে এই বজ্রপাতের ঘটনা ঘটে। পরে ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। আব্দুর রহিম মৌলভীবাজারের জামবুড়া ছড়া গ্রামের বাসিন্দা।
সুনামগঞ্জ : বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম লিটন মিয়া (৩০)। তিনি সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে। রবিবার সকালে সৈয়দপুর গ্রামের পাশের বোরো জমিতে এ ঘটনা ঘটে।
গাজীপুর : কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় বজ্রপাতে জাফরুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। তারা হলেন-শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।
নোয়াখালী : নোয়াখালীর মাইজদী ও সেনবাগ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সোহেল রানার ছেলে পিয়াল (১৩) ও ভোলার তমিজ উদ্দিন উপজেলার সোনাপুর গ্রামের মো. রজন মিয়ার ছেলে শাহীন (২৬)। আহতরা হলেন- আব্বাস (২৫) ও মনির হোসেন (৫৫)। তাদের বাড়ি একই এলাকার বলে জানা গেছে।
কাজীপুর (সিরাজগঞ্জ) : কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানি গ্রামের মো. শামসুল হক (৫৫) ও তার ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আরমান হোসেন (১৪) বজ্রপাতে নিহত হয়েছে। সকাল ৯টার দিকে ক্ষেত থেকে বাদাম তোলার সময় বজ্রপাতে তারা মারা যান একই জেলার এবং কামারখন্দে বজ্রপাতে কাদের হোসেন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহতের বাড়ির পাশে মাঠে এ ঘটনা ঘটে। কাদের হোসেন উপজেলার জামতৈল ইউনিয়নের পেস্তককুড়া গ্রামের মৃত আহের মণ্ডলের ছেলে। আম কুড়াতে গিয়ে উপজেলা ছয়আনি গ্রামের ফারুক খানের ছেলে নাবিল (১৭) ও রাশেদুল ইসলামের ছেলে পলিনের (১৫) মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো চারজন।
নওগাঁ : সাপাহার উপজেলার শিমলডাঙ্গা রামাশ্রম গ্রামে বজ্রপাতে মোছা. সোনাভান (২৪) নামে এক গৃহবধূ মারা গেছেন। এ ঘটনার সময় আরো তিনজন আহত হয়েছেন। সোনাভান ওই গ্রামের রুবেল হোসেনের স্ত্রী। আহতরা হলেন, নিহতের স্বামী রুবেল হোসেন (২৮), প্রতিবেশী সালেহা বিবি (৪২) ও রাজু হোসেন (১২)।
মাগুরা : মাগুরা সদর অক্কুর পাড়া ও রায়গ্রাম এবং শালিখা উপজেলার বুনাগাতী গ্রামে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন অক্কুর পাড়ার ভ্যানচালক শামীম, ব্লুগ্রামের আব্দুর রশিদের ছেলে আলম ও জয়পুরহাটের মনপুরা এলাকার আলম মিয়ার ছেলে মেহেদী। মাগুরা থেকে শ্রীপুরের দিকে যাওয়ার সময় ভ্যানচালক শামীম, মাগুরা থেকে বাড়ি ফেরার পথে আলম এবং শালিখার বুনাগাতী এলাকায় মোবাইল ফোন টাওয়ারে কাজ করার সময় বজ্রপাতে মেহেদীর মৃত্যু হয়।