মে দিবসে সাংবাদিকদের দিনব্যাপী কর্মসূচি পালন

চট্টগ্রাম : মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) দিনব্যাপী কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (১ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও মোস্তাক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সদস্য মুহাম্মদ শামসুল হক, মোস্তফা কামাল পাশা, আবসার মাহফুজ, প্রতিনিধি ইউনিটের প্রধান অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গণমাধ্যম কর্মীদের ন্যায্য দাবি মানতে হবে। ছাঁটাই-নির্যাতন বন্ধ করতে হবে, সরকার ঘোষিত সকল ছুটি গণমাধ্যমে বাস্তবায়ন করতে হবে, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের জন্য অভিন্ন বেতন কাঠামো নির্ধারন, অবসরকালীন সুবিধা ও পেনশন প্রথা চালু, কর্মঘন্টা নির্ধারন, শ্রম আইন অনুযায়ী ওভারটাইম প্রদান, শ্রম আদালতে দায়ের হওয়া মামলা ৬০ কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করতে আইন সংশোধন, গ্রুপবীমা চালু করতে হবে।।

প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘বার্তাজীবী’ বিশেষ সংখ্যা।

শেয়ার করুন