চট্টগ্রাম : মাত্র একমাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয়। এরপর বন্ধুত্ব। একসাথে ঘুরতে যাওয়া। রেন্টুরেন্টে খাওয়া। এরপর কর্ণফুলির তীরে পাথরের উপর মুখ থুবরে পরেছিল তরুণী তাসফিয়ার লাশ। তিনি নগরীর সানশাইন ইংলিশ গ্রামার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. আমিন সিঅ্যান্ডএফ ব্যবসায়ী। ওআর নিজাম রোডে পরিবারের সাথে বসবাস করতেন তাসফিয়া।
এবিষয়ে তাসফিয়ার বন্ধু আদনানকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) সকালে পতেঙ্গার ১৮ নম্বর ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের মাধ্যমে পুলিশ এসব তথ্য জানতে পারে।
নদীর পাড়ে পাথরের উপর উপুড় হয়ে পরেছিল তাসফিয়ার লাশ। ছবিটি ফেইসবুকে ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা থানায় গিয়ে পরিচয় নিশ্চিত করেন।
নিহেতের দুই চোখের উপরে ও হাঁটুতে হাল্কা আঘাতের চিহ্ন এবং মুখের মধ্যে ফেনা ছিল। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য বন্ধু আদনানকে আটক করা হয়েছে।
এক মাস আগে অন্য স্কুলের আদনান নামের এক ছাত্রের সাথে তাসফিয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। তারা দুইজন মিলে মঙ্গলবার বিকালে গোলপাহাড় এলাকায় চায়না গ্রিল নামে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। ওই ছেলে মেয়েটির পরিবারের সাথে দেখা করে জানিয়েছিল, সন্ধ্যার আগে সে তাসফিয়াকে বাসায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশায় তুলে দিয়েছিল। তবে কীভাবে পতেঙ্গায় তার লাশ পাওয়া গেল সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।