মাদক বিরোধে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম মীরসরাইয়ে

চট্টগ্রাম : মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌর এলাকায় রেজাউল করিম রাজু (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ মে) রাতে উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর কালী বাড়ি রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বারইয়াহাট পৌর এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট কার্যক্রম নিয়ে দ্বন্ধের জের ধরে এই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

আহত রেজাউলকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

রেজাউল করিম রাজুর মামা আমজাদ হোসেন মিলন জানান, বুধবার (২ মে) রাত সাড়ে ১১টায় বাসায় ফিরছিল। রাজু বারইয়ারহাট পৌরসভাস্থ জামালপুর কালী রোডে সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। রেজাউল করিম রাজু ছাত্রলীগ রাজনীতির সাথে জড়িত।

জানা যায়, বারইয়ারহাট পৌরসভার জামালপুর কালী রোডের আশপাশে মাদক ব্যবসার স্বর্গরাজ্য। সেখানে প্রতিরাতে দেদারসে মাদক বেচাকেনা হয়। মূলত মাদক ব্যবসা নিয়ে এই হামলার ঘটনা ঘটতে পারে।

বারইয়াহাট পৌরসভার মেয়র ও আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন বলেন, আইনশৃংখলা বাহিনীর প্রশ্রয়ের জন্যই বারইয়াহাট এলাকায় অপরাধ নিয়ন্ত্রনের গতি স্থিমিত অথচ পুলিশ চাইলে মাদক নির্মূলসহ সকল অপরাধ আরো কঠোর হস্তে দমন সম্ভব।

শেয়ার করুন