রাঙ্গামাটি : নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন গাড়ী চালক।
বৃহস্পতিবার (৩ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নানিয়ারচর থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, শক্তিমান চাকমা তার সরকারি বাসভবন থেকে মোটরবাইকে করে উপজেলা পরিষদের অফিসে যাচ্ছিলেন। ওই সময় আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই শক্তিমানের মৃত্যু হয়।
পরে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা চেয়ারম্যানের অফিস সহায়ক মোটরবাইক চালক রূপায়ন চাকমাও গুলিতে আহত হয়েছেন। কে বা কারা কী কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
শক্তিমান চাকমা জনসংহতি সমিতি সংস্কারবাদী (এমএন লারমা) দলের কেন্দ্রীয় নেতা।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এদিকে বিকাল ৫ টায় তার পুর্বের পেশাস্থল রাঙ্গামাটি জেলা আইনজীবি সমিতি লাশ নিয়ে আসলে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।