
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় এক বাসিন্দার বসত-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে হামলা করে কিছু স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী। বিষয়টি আঁচ করতে পেরে এক প্রতিবেশি সাথে সাথে ৯৯৯ নম্বরে ফোন করে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আবুল কালাম নামের ভুক্তভোগীর পরিবার।
বৃহস্পতিবার (৩ মে) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এবিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবুল কালাম। পরে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এসময় পুলিশ তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।
ভুক্তভোগী আবুল কালাম বলেন-‘তখন রাত প্রায় ২টা। হঠাৎ আমার বসত-বাড়ি এবং দোকানে হামলা করে একদল স্থানীয় সন্ত্রাসী। এসময় আমি ভীতসন্ত্রস্ত হয়ে পরি। আমার ভাড়াটিয়াদের ভয় ভীতি দেখিয়ে হুমকি ধমকি দিতে থাকে সন্ত্রাসীরা। পরে এক প্রতিবেশি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে দ্রুত থানা পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’ আবুল কালাম বলেন-‘এর আগে সরকারি দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় চাঁদাবাজি করছে এমন কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী আমার কাছে চাঁদা দাবী করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করায় গভীর রাতে আমার দোকানে হামলা করে। বসত-বাড়িতে ডাকাতি ও লুটপাট করার চেষ্টা করে। আমি থানায় অভিযোগ করেছি। পুলিশ এসে দেখে গেছে। প্রতিবেশিদের সাথে কথা বলেছে।’ সরকারের মহতী উদ্যোগ ৯৯৯ নম্বরে ফোনের দ্রুত সেবায় সন্তোষ প্রকাশ করেছেন ওই ভুক্তভোগী।













