[caption id="attachment_23669" align="aligncenter" width="728"]
পুলিশ দম্পতি হত্যা মামলায় গৃহকর্মী খাদিজা (গোল চিহ্নিত) খালাস[/caption]
ঢাকায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় গৃহকর্মী খাদিজা আক্তার সুমিকে খালাস দিয়েছেন আদালত। রোববার (৬ মে) দুপুরে ঢাকার কিশোর আদালতের বিচারক মো. আল মামুন এ রায় দেন।
এর আগে গত ২২ এপ্রিল মামলার শুনানিশেষে রায়ের এ দিন ধার্য করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, এ মামলায় ২৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সুমি জামিনে ছিলেন। রায় দেয়ার সময় সে আদালতে হাজির ছিল।
নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
এর পর দিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করেন। পরবর্তী সময়ে তিনি আদালতে হত্যার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেন। এর পর ঐশী রহমানের ২০১৫ সালের ১২ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
পরে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট ঐশীর দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবনের আদেশ দেয়া হয়।
২০১৪ সালের ৯ মার্চ ডিবির পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত