খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অবৈধ ইটভাটায় ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৭ মে) গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া উপজেলাধীন আমতলী পাড়া এলাকায় অনুমোদনবিহীন অবৈধ ইটভাটায় কার্যক্রম চালানোর দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
অভিযানে মেসার্স সহিস উলাহ ব্রিক্সকে জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ভাটা স্থাপন, কাঠ পোড়ানোসহ বিভিন্ন অপরাধে ৬০ হাজার টাকা অর্থদন্ড দেয়। পরে ডিসি আর মূলে তাৎক্ষণিক সে অর্থ আদায় করা হয়। একইসাথে জনস্বার্থে ভোক্তা অধিকারসহ অন্যান্য আইনেও নিয়মিত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া।
অভিযানে গুইমারা থানার এ এস আই আব্দুর রাজ্জাকসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। এর আগে একই অপরাধে গুইমারা উপজেলায় আরো দুটি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত