খাগড়াছড়ি : পুলিশি বাধার মধ্যদিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (৭ মে) সকাল ১১টায় জেলা শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে চাইলে পুলিশ বাঁধা দেয়।
পরে ভাঙ্গাব্রীজ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল পমুুখ।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ত্রেমোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক এ্যাড. আ: মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক এম.এন আবসার, আ: রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত