বজ্রপাতে সেনা সদস্যের মৃত্যু খাগড়াছড়িতে

হয়তো এই সেলফিটা নতুন সেনা সদস্যের শেষ ফেলফি। ছবি : নয়াবাংলা

শংকর চৌধুরী : ভাগ্যের নির্মম পরিহাস। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সদস্য নুরুল আলম বজ্রপাতে নিহত হয়েছেন। দেশের গর্বিত বাহিনীতে যোগদান করার পর, ছুটি নিয়ে বাড়ীতে এসে চিরদিনে ছুটিতেই চলে গেলেন তিনি।

বুধবার (৯ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ির নিজ বাড়িতে বজ্রপাতের এ নিহতের ঘটনা ঘটে। তার পিতার নাম আব্দুল আলীম।

নিহতের পরিবার জানায়, গত মাসের ১৯ তারিখ ২ মাসের ছুটিতে খাগড়াছড়ির মানিকছড়ির নিজ বাড়িতে আসেন তিনি। বুধবার বজ্রপাতে মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে তাৎক্ষনিক নিহত মোঃ নুরুল আলমের বাড়িতে ছুটে জান উপজেলা চেয়ারম্যান ম্রাগ্গ্য মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই আব্দুল্লাহ আল মাসুদ জানান, বুধবার (৯ মে) রাত সাড়ে আটটার দিকে বজ্রপাত বাড়িতে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরও লোকজন তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকায় এখবর ছড়িয়ে পড়লে মূহুর্তের মধ্যে শত শত লোক হাসপাতালে ছুটে যান। এসময় নিহতের আত্মীয় স্বজনের কান্নায় হাসপাতালসহ আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে।

আগামী ১৮ মে ছুটিশেষে কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রাম ৩৪ বীরে যোগদান করার কথা ছিল।