ক্যাডেট কলেজ ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণিল উদযাপন

কেক কেটে ক্যাডেট কলেজ ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : কেক কেটে ও মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাডেট কলেজ ক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) রাতে নগরীর হল টোয়েন্টি ফোর-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক পূর্বকোণ প্রয়াত সম্পাদক স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর অবদান শ্রদ্ধারভরে স্মরণ করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের চীফ পেট্রন। তিনি বলেন, স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী ছিলেন ক্যাডেট কলেজ ক্লাব প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা। ক্লাবের উন্নয়নে সবাইকে আন্তরিক সহযোগিতার আহবান জানান চীফ পেট্রন।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগ্রাবাদস্থ ক্যাডেট কলেজ কার্যালয়ে বিনামূল্যে এক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১১ মে) বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে ৪০২ জন রোগী রেজিস্ট্রেশন করেছেন।

কোরআন তেলোয়াতশেষে ক্লাবের নির্বাহী কমিটি প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানশেষে বোর্ড অব থ্যাংঙ্কস প্রদান করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এম সাইফুল ইসলাম। সবশেষে নৈশভোজ-আনন্দে মেতে উঠেন সকল ক্যাডেট।

শেয়ার করুন