
শংকর চৌধুরী : খাগড়াছড়িতে প্রথম বারের মত আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে।
স্বাস্থ্যসেবা দিয়ে জীবন রক্ষাকারি এবং নিজেদের অধিকার আদায়ের সংগঠন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন। বিশ্বের অন্যান্য দেশের মত ১৯৭৪ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন করা হলেও এই প্রথম খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস।
টেকসই উন্নয়ন লমাত্রা অর্জনে নার্স এক নেতৃত্ব দানকারী কন্ঠস্বর এবং “সু-স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার” প্রতিপাদ্যে শনিবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের নার্সেসদের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রাধান সড়ক ঘুরে হাসপাতালে এসে শেষ হয়।

সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার নয়ন ময় ত্রিপুরার সভাপতিত্বে আলোচলা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডা: জয়া চাকমা। এসময় জেলা সদর হাসপাতালের ডেন্টার সার্জন ডাক্তার সুর্পনা চাকমা, বিএনএ সভাপতি নার্সেস সুপার ভাইজার জুরান মণি চাকমা, সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন জোয়ারদার প্রমুখ বক্তব্য রাখেন।
আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২ মে তাঁর জন্মদিনে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আন্তর্জাতিক নার্সেস দিবসটি পালন করা হয়।