গবেষণাকাজে বিশ্ববিদ্যালয়গুলোকে মনোনিবেশ করতে হবে

বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয় উল্লেখ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, নতুন নতুন গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোকে মনোনিবেশ করতে হবে।

রোববার (১৩ মে) বিকেলে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) আয়োজিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রফেসর আবদুল মান্নান বলেন, যুবসমাজ হচ্ছে বাংলাদেশের প্রধান সম্পদ। যুব সমাজকে কার্যকর জনশক্তিতে পরিণত করতে হলে সাধারণ বিশ্ববিদ্যালয়ের চেয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব বেশি। এ জন্যে সেমিনার-সিম্পোজিয়াম, কনফারেন্স আয়োজনের মাধ্যমে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করতে হবে। নতুন নতুন গবেষণায় মনোনিবেশ করতে হবে।

সিভাসু উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব অ্যানিমেল অ্যান্ড ফিশারি সাইন্সেসের উপাচার্য প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস, ওয়ান হেলথ বাংলাদেশের কো-অর্ডিনেটর ও সিভাসুর সাবেক উপাচার্য প্রফেসর ড. নিতীশ চন্দ্র দেবনাথ, দক্ষিণ কোরিয়ার পোকইয়ং ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. ইয়ং কি হং উপস্থিত ছিলেন।

‘বাংলাদেশের মতো মধ্যম আয়ের দেশে টেকসই খাদ্য ব্যবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদের ভূমিকা’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের ২৫০ বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, পরিবেশবিদ, পেশাজীবী, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থার প্রতিনিধি অংশ নেন। সম্মেলনের ৭টি টেকনিক্যাল সেশনে ৪৯টি গবেষণা প্রবন্ধ এবং ২৫টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপিত হয়।

শেয়ার করুন