জাহাঙ্গীল আলম ভুঁইয়া : বজ্রপাত, ঝড়-বৃষ্টির কারনে নীল আকাশে প্রায় এক মাস রোদের দেখা পায়নি হাওরবাসি। যেকারণে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ করতে পারে এতদ্বঞ্চলের কৃষিজীবী মানুষ। রোদের দেখা না পেয়ে দিশেহারা হয়ে পরে হাওরবাসি। এবার প্রকৃতি চোখ খুলেছে। গত দুদিন ধরে নীল আকাশে সোনালী রৌদ্রের ঝিলিক। কষ্টের ফলানো বোরো ধান শুকানোর আনন্দ-উল্লাস হাওরবাসির ঘরে ঘরে।
জানা যায়, বৈশাখ মাসের যে পিটপোড়া রৌদ্র হাওরপাড়ে থাকার কথা এবার ছিল না। মার্চ মাসের শুরুতেই ছিল ঝড়, বৃষ্টি এর মধ্যে আবার ছিল ধান কাটার শ্রমিক সংকট। এরই মধ্যে যে সমস্ত হাওরে ধান কাটা হয়েছিল তাও বৃষ্টির কারণে জমি থেকে পরিবহন করা ছিল অসাধ্য। তারপরও অনেক কষ্ট স্বীকার করে জমি থেকে কাটা ধান খলায় নিয়ে আসা হয়। সেই ধান মারাই করা হয় কিন্তু রোদে শুকাতে না পারায় চারা গজিয়েছিল। প্রকৃতির এই বিরূপ নির্মমতায় কৃষকরা নিঃশ্বাস ত্যাগ করতে পারছিল না। আর পাকা ধান নিয়ে দিশেহারা হয়ে পড়ে কৃষক।
গত দুই বছর হাওরের ফসল ডুবায় প্রায় নিঃস্ব হয়ে পড়েছে কৃষক পরিবার। এবার কিছুটা আনন্দে ছিল ভাল ফসল হওয়ায়। কিন্তু প্রকৃতি যেন নির্দয় আচরণ শুরু করে অসহায় কৃষকদের সাথে। বৈশাখ মাস শেষ এখন গত দু-দিন প্রখর রৌদ্র ওঠার ফলে উৎসব হিসাবে ধান শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছে হাওরপাড়ের লাখ লাখ কৃষক।
হাওরাঞ্চলের প্রতিটি খলায় এখন পুরুদমে চলছে কাক ফাটা রৌধে কষ্টের ফলানো বোরো ধান শুকানোর কাজ। এই কাজে এখন যুক্ত হয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে, মেয়েসহ পরিবারের সকল।
হাফিজ উদ্দিন, খেলু মিয়া, বাচ্চু মিয়াসহ জেলার হাওর পাড়ের কৃষকগন বলেন, হাওর থেকে ধান কেটে আনতে পারলেও বৈরী আবহাওয়ার কারনে ধান মারাই করে খলায় বসেছিলাম রৌধ না থাকায়। রুদ্র ওঠায় হাওরের সকল কৃষকের মূখে হাসি ফুটছে। এ যেন রুদ্র নয়, এটি আল্লাহর নিয়ামত।
তাহিরপুরের কৃষক নাজমুল হুদা সংগ্রাম, সাদেক আলী, আব্দুল আহাদ বলেন, ছোট বয়সে বৈশাখ মাস এলে ধানের খলায় কলস ভর্তি পানি নিয়ে যেতাম বেপারীদের জন্য। এইবার কি বৈশাখ আইলো খলাতে কলস ভর্তি পানি নিয়ে যাবো দূরের কথা গ্লাস দিয়ে পানি নেয়ারও প্রয়াজন হয় নাই। গত দু বছর পানিতে খাইছে ধান। এবার ঝড়, বৃষ্টিতে। প্রায় এক মাস পর রৌদ উঠায় সবাই এখন ধান শুকাতে ব্যস্ত।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ কার্য্যালয় সূত্রে জানা যায়, জেলার আবাদ জমির পরিমাণ ২লাখ ৭৬হাজার ৪শত ৪৭হেক্টর। এবার ২লাখ, ২১হাজার ৭৫০হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আর বোরো ধানের লক্ষ্যমাত্র ১২লাখ ১৯হাজার ৪১৪মেট্রিক টন। যার মূল্য ২হাজার ৯২৪কোটি ৬৭লাখ ৩৬হাজার টাকা।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আব্দুছ ছালাম বলেন, বৈশাখ মাস প্রায় পুরোটাই বৈরী আবহাওয়ায় হাওরের কৃষক অনেকটাই ঝিমিয়ে পরেছিল। এখন থেকে টানা সাপ্তাহ রুদ্র থাকলে কৃষকের ধান নিশ্চিন্তে গুলায় তুলতে পারবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব বলেন, দীর্ঘদিন পর প্রখর রুদ্র ওঠায় উপজেলা বিভিন্ন হাওরের কৃষকরা মনের আনন্দে ধান শুকানোয় ব্যস্ত সময় পার করছে। প্রকৃতপক্ষে আজকের রুদ্র এক সপ্তাহের কাটামারা এগিয়েছে। আমি নিজেও কৃষকদের আনন্দ দেয়ার জন্য বিভিন্ন ধানের খলাতে ঘুরে দেখেছি।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কমারুজ্জামান কামরুল বলেন, এখন মেঘ নেই আকাশে তাই সূর্যের প্রখর রৌধ দেখে কৃষকের মূখে হাসি দেখা দিয়েছে। কষ্টের ফলানো বোরো ধান রৌদে শুকাতে পারবে তুলতে পারবে গোলায় সেই আশায়। আবহাওয়া এমন থাকলে কৃষকের শত কষ্টের মাঝে এবার আনন্দের শেষ থাকবে না।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা জানান, কৃষকগণ এবার হাওরে পাকা বোরো ধান নিয়ে টানা বৃষ্টিপাতের কারনে খুবেই কষ্টের মধ্যেই ছিল। জমি থেকে ধান কেটে খলায় এনে রেখেছে কিন্তু রৌধ না থাকায় শুকাতে পারে নি। হাওরে প্রায় ৯০ভাগ বোরো ধান কাট হয়েছে। এখন প্রখর রৌদ উঠার হাওরে ধান শুকানোতে ব্যস্থ কৃষকগন। এমন রৌদ থাকলে কয়েক দিনের মধ্যে সব ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ শেষ হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত