
চট্টগ্রাম : সাতকানিয়ায় কেএসআরএস নামের একটি ইস্পাত কারখানার পক্ষ থেকে বিতরণ করা ইফতার সামগ্রী নিতে গিয়ে চাপে পরে নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো শতাধিক। এদের মধ্যে আশংকাজনক কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সোমবার (১৪ মে) দুপুরের দিকে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাতিয়াডাঙ্গায় এক মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া পুলিশ ও একজন স্থানীয় জনপ্রতিনিধি জানান, কেএসআরএম কারখানার মালিকপক্ষ প্রতি বছর রোজার আগে স্থানীয় দুস্থদের মধ্যে ইফতারি তৈরির বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসছে।
এর ধারাবাহিকতায় সোমবার নলুয়ায় ওই মাদ্রাসার মাঠে ইফতার সমাগ্রী বিতরণের ব্যবস্থা হলে সকাল থেকে প্রায় ২০ হাজার লোক জড়ো হয়। এসময় অতিরিক্ত ভিড়ের মধ্যে গরম আর চাপাচাপিতে মৃত্যুর এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ভিড়ের মধ্যে অতিরিক্ত গরমে হিট স্ট্রেকে মানুষের মৃত্যু হয়েছে। পুলিশ এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার রেজাউল মাসুদ জানান, যে নয় জনের লাশ উদ্ধার হয়েছে, তাদের সবাই নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত