সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরমেয়র হালিমুল হক মিরুর গুলিতে নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার বেগমকে এসেনশিয়াল ড্রাগে যোগ্যতা অনুযায়ী চাকরির নিয়োগপত্র দেয়া হয়েছে।
শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নিয়োগপত্রটি শিমুলের স্ত্রীর হাতে হস্তান্তর করা হয়। সরকারের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন নিয়োগপত্রটি প্রদান করেন ।
গত ২ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক শিমুল। গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে সাংবাদিক শিমুল মারা যান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত