বাঁশখালীতে জমিয়াতুল মুদারেসিন দ্বি-বার্ষিকি সম্মেলন
আওয়ামী লীগ সরকার ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছে

চট্টগ্রাম : জমিয়াতুল মুদাররেসিন বাঁশখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিকি সম্মেলন রবিবার (১৩ মে) জলদি পৌরসভার গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

জমিয়াতুল মুদারেসিন বাঁশখালী উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আলহাজ্ব মীর আহমদ আনছারির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহিদা আক্তার জাহান।

প্রধান আলোচক ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জমিয়াতুল মুদারেসিন সভাপতি মাওলানা অধ্যক্ষ মুখতার আহমদ, বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা রমিজ আহমদ, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, অধ্যক্ষ মাওলানা আবু রাশেদ মোজাম্মেল হক, অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল, মৌলানা মুহাম্মদ মুজিবুর রহমান নিজামী, সমাজ সেবক জামাল উদ্দীন, এতে বিশেষ অতিথি ছিলেন জমিয়াতুল মুদারসি বাঁশখালী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইদ্রিছ, বাঁশখালী উপজেলা জমিয়াতুল মুদাররিস নেতা আবু নোমান, মহিলা নেত্রী কামরুন নাহার, মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেমা বেগম, মাইফুল আকতার, রহিমা আকতার, জোসনা বেগম, খতিজা বেগম, হোসনে আরা, রেহানা আকতার, যুবলীগ নেতা হুমায়ুন কবির, বাঁশখালী উপজেলার বিভিন্ন মাদ্রাসার মাদ্রাসার শিক্ষাক, শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মহিলা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহিদা আকতার জাহান বলেন, আওয়ামী লীগ সরকার ইসলামের খেদমতের জন্য কাজ করে যাচ্ছেন। সারা দেশে প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া মসজিদ, মাদ্রাসা, এতিম খানা হেফজখানাসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠান করার পরিকল্পনা হাতে নিয়েছে এবং ইতোমধ্যে অনেক কিছু বাস্তবায়ন করে দেখিয়েছে।