মিতু হত্যা : জামিন পেলেও মুক্তি মিলছে না ভোলার

চট্টগ্রাম : হাইকোর্ট থেকে জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না এহতেশামুল হক ভোলার। ভোলা সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী এবং হত্যা মামলার অন্যতম আসামী। তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে যার মধ্যে ৭টি মামলায় জামিনে আছেন তিনি। যেকারণে এখনই মুক্তি মিলছে না ভোলার।

সোমবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানিয়েছেন, এহতেশামুল হক ভোলা মিতু হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন।

সোমবার (১৪ মে) বিকেলে ভোলার জামিন মঞ্জুরের কাগজপত্র চট্টগ্রাম আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১৩ মে) ভোলার জামিন মঞ্জুরের কাগজপত্র হাইকোর্ট থেকে চট্টগ্রাম আদালতে পৌঁছে।

চাঞ্চল্যকর মিতু হত্যায় অস্ত্রের সন্ধান করতে গিয়ে উঠে আসে একসময় বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত এহতেশামুল হক ভোলার নাম। পরে নগরীর বাকলিয়া এলাকা থেকে ২০১৬ সালের ২৭ জুন ভোলা ও তার অপর এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। এর পর কয়েক দফা রিমান্ডে নিয়ে ভোলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

২০১৬ সালের ৫ জুন সকাল সাড়ে ৭টায় নগরের জিইসি এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাত নির্মমভাবে খুন হন তৎকালীন পুলিশ সুপার এবং আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

শেয়ার করুন