হবিগঞ্জের মাধবপুরে পাথরবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
মঙ্গলবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে দুজনের নাম ও পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের দিরাই জোনের ওয়ার ইন্সট্রাকটর (মেরামত প্রশিক্ষক) শ্যামল কুমার সাহা (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ গিহিপাড়া গ্রামের মৃত দ্বিজেন চন্দ্র সাহার ছেলে ও নরসিংদী এলাকার ফরহাদ আহাম্মেদ (৪০)।
হাইওয়ে পুলিশের ওসি জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হরিতলা নামক স্থানে শ্যামলী পরিবহনের সিলেটগামী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পল্লী বিদ্যুতের ইন্সট্রাকটর শ্যামলসহ তিনজন নিহত হন।
গুরুতর আহতাবস্থায় নরসিংদী এলাকার ১১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক আরও একজন মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও হাইওয়ে পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি।