চট্টগ্রামে পাগলা মহিষের আক্রমণে ১জন নিহত, নারী ও শিশুসহ আহত ৩

চট্টগ্রাম : নগরের বাকলিয়া থানার রসুলবাগ আবাসিকের খালপাড় এলাকায় পাগলা মহিষের আক্রমণে মজিবুল হাসান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পটিয়া উপজেলার সৈয়দ বাড়ির শামসুর হুদার ছেলে। আহত হয়েছেন নারী-শিশুসহ অন্তত ৩ জন। এর মধ্যে একজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মে) সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, বাবুল কোম্পানি নামের এক ব্যক্তি মাঝে-মধ্যে গরু-মহিষ কিনে এনে ভাগা হিসেবে বিক্রি করেন। রমজানকে সামনে রেখে একটি বড় মহিষ কিনে এনেছিলেন তিনি। মহিষটি মঙ্গলবার সকালে হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে পথচারীদের ওপর আক্রমণ শুরু করে।

সন্তানকে স্কুলে দিয়ে আসার পথে মজিবুল হাসান মহিষের গুঁতোয় ‍ গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণ হয়। এ ছাড়া একজন নারী, এক শিশু ও একজন যুবকও ওই মহিষের আক্রমণের শিকার হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক জানান, গুরুতর আহত মজিবুল হাসানকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই মহিষের আক্রমণে আহত সাফুরা বেগম (৩৮) নামের এক নারীকে চমেক হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কোলারপাড়া মন্নাছের স্ত্রী।

শেয়ার করুন