শনিবার কক্সবাজার জেলা আ.লীগের প্রতিনিধি সমাবেশ

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। কক্সবাজারে প্রতিনিধি সমাবেশের মাধ্যমে দেশব্যাপি আওয়ামীলীগের এটাই প্রথম জেলা পর্যায়ের সমাবেশ।

সম্মেলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের জেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন উৎসাহ-উদ্দীপনার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

সাধারণ সম্পাদক হওয়ার পর এটাই কক্সবাজারে সেতুমন্ত্রীর প্রথম রাজনৈতিক সফর। তাই প্রতিনিধি সমাবেশে লাখো নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে নেতৃবৃন্দ।

প্রতিনিধি সম্মেলনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা আওয়ামী লীগ নেতারা।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুরর রহমান সাংবাদিকদের জানান, পর্যটনসহ পুরো কক্সবাজারের আর্ত-সামাজিক উন্নয়ন তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে জাতীয় রাজস্ব সমৃদ্ধ করার ইচ্ছা রয়েছে প্রধানমন্ত্রীর। তাই তিনি কক্সবাজারকে নিজের মনন দিয়ে অত্যাধুনিকভাবে সাজাচ্ছেন। নিজেই সব কিছু সুনিপুণভাবে তদারক করছেন।

তারা আরও বলেন, এতোসব উন্নয়ন যজ্ঞ চললেও তৃণমূলের অনেকে তা জানেন না বা এসব উন্নয়ন কর্মকাণ্ড ভিন্নভাবে উপস্থাপন করছে বিরোধীরা। সরকারের প্রশংসনীয় উদ্যোগে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিধি সম্মেলনের আয়োজন।

সভায় আরও জানানো হয়, প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে নতুনভাবে জেলায় জাগ্রত হবে আওয়ামী লীগ। সম্মেলনে জেলা নেতৃবৃন্দ, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় সাংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য, উপজেলা ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত দলীয় চেয়ারম্যান, মেম্বারবৃন্দসহ সমর্থকদের উপস্থিতিতে এটি জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তারা। সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন জেলা আওয়ামী লীগের শীর্ষ দুই নেতা।

সম্মেলনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক হানিফসহ চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারা সম্মেলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে বলেও জানান তারা।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সাংসদ আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, উপ-প্রচার সম্পাদক এম এ মনজুর, সদস্য রাশেদুল ইসলাম এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন