[caption id="attachment_24208" align="aligncenter" width="691"]
যুবনেতা রাকিব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন[/caption]
চট্টগ্রাম : যুবনেতা সাইফুল ইসলাম রাকিবের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুুুধবার (১৬ মে) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নগর ছাত্রলীগের উপ-সম্পাদক শফিকুল আলম পারভেজ এর সভাপতিত্বে ও ইসলামিয়া কলেজ ছাত্রসংসদের কার্যনির্বাহী সদস্য রাকিবুল হাসান রাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এমনকি হত্যাকারীরা নিহতের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে মামলা প্রত্যাহারের হুমকিও দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। হত্যাকাণ্ডের সাথে জড়িত এসকল চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অত্যাচারে সাধারণ জনগণের জীবন নিরাপত্তাহীন এবং দুর্বিষহ হয়ে পড়েছে।
রাকিবের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তি প্রদান করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সমূলে নির্মূল করে জনজীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য মানব বন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সরকারী সিটি কলেজে সাবেক ভিপি ও নবগঠিত বঙ্গবন্ধু সৈনিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক শফিউল আজম বাহার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইরফানূল আলম জিকু, ইসলামিয়া কলেজ ছাত্রসংসদের কার্যনিবাহী সদস্য এম এইচ মুন্না, সরকারী সিটি কলেজের ছাত্রনেতা আরিফুল ইসলাম, সাইফ উদ্দিন সাইফ, ইসলামিয়া কলেজ ছাত্রনেতা মোঃ মুকিত, লক্ষন দাশ সহ ছাত্রনেতা সজিব, শহিদ, মমিন, মাহিনসহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়ার তক্তারপুল এলাকায় নির্মম ভাবে সাইফুল ইসলাম রাকিবকে হত্যা করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত